হাওড়া, ২৭ মে:- ‘রেমাল’ এর প্রভাবে রবিবার থেকে লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়লো হাওড়ার চার্চ রোডের কেলভিন কোর্টের রেলওয়ে আবাসন। সেখানকার অবস্থা এতটাই দুর্বিষহ যে জলমগ্ন অবস্থায় গৃহবন্দী হয়ে পড়েছেন সেখানকার বেশ কয়েকটি পরিবার। আজ সকালে জলমগ্ন পরিবারগুলির পাশে দাঁড়ান এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি শৈলেশ রাই। এদের হাতে ফল, কেক সহ শুকনো খাবার তুলে দেন তিনি। শৈলেশ বাবু জানান,
ঘূর্ণিঝড়ের জন্য এদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাবার কথা বললেও এরা ঘর ছেড়ে কেউ যেতে চাননি। মেট্রোর জন্যই জমে রয়েছে জল। এখন আমরা সকলে মিলেই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছি। পাশাপাশি রাতভর ভারী বৃষ্টিতে হাওড়ার বালি পুরসভার ১৬টি ওয়ার্ডই এই মুহুর্তে জলমগ্ন। দুর্ভোগে সাধারণ মানুষ। ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন সবকটি ওয়ার্ড। বেশ কিছু জায়গায় গাছ পড়েও বিপত্তি ঘটেছে। বিদ্যুতের খুঁটিও উপড়ে যাবার ঘটনা ঘটেছে।