এই মুহূর্তে কলকাতা

ষষ্ঠ দফার ৮ আসনে ৭৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে।

কলকাতা, ২২ মে:- লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আগামী ২৫শে মে রাজ্যের পাঁচ জেলার ৮ লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এ আসন গুলি হল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। লোকসভা নির্বাচনের এই পর্বে ১ কোটি ৪৫ লক্ষ ৩৪ হাজার ২২৮ জন ভোটার ৭৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এই প্রার্থীদের মধ্যে ৭০ জন পুরুষ এবং নয়জন মহিলা। সব থেকে বেশি প্রার্থী রয়েছেন ঝাড়গ্রাম ও বাঁকুড়া আসনে ১৩ জন করে। সবথেকে কম প্রার্থী রয়েছে ঘাটাল ও বিষ্ণুপুর আসনে সাতজন করে।

একদা-মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটগ্রহণের জন্য বিশেষ ভাবে সতর্ক নির্বাচন কমিশন। ষষ্ঠ দফার ভোটের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১৫৬০০ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬৭৮ টিকে ক্রিটিকাল বা সংকট প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি থাকছে ৩০ হাজারের কাছাকাছি রাজ্য পুলিশ।