হাওড়া,১৯ মে:- বাংলায় হুঙ্কার দিচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’। এটি আগামীকাল বুধবার ভোরে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার দিকে এসে স্থলভূমিতে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মঙ্গলবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এর প্রভাব পড়তে পারে। আজ সকাল থেকেই হাওড়ায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকালের দিকে রোদের দেখা মিললেও বেলা থেকে আকাশ মেঘলা রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ের সতর্কতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে হাওড়া জেলা প্রশাসন। পুরসভার তরফ থেকেও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরসভা এলাকায় হাওড়া শহরের প্রতিটি বরো অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই সংক্রান্ত বিষয়ে হাওড়া পুরসভার হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। সেটি হলো ০৩৩-২৬৩৭-১৭৩৫। এছাড়াও ফেসবুক ও টুইটারের মাধ্যমেও সক্রিয় থাকবে হাওড়া পুরসভা। প্রতিটি বরো অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাশাপাশি প্রতিটি বরো অফিসে ও বালি সাব অফিসে মজুত থাকছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। বিপজ্জনক বাড়ি ও গাছের উপর নজর রাখা হবে। যদি ঝড়ে গাছ পড়ে যায় তারজন্য পর্যাপ্ত ব্যবস্থা যেমন – গ্যাস কাটার মজুত রাখা হয়েছে। বৃষ্টিতে রাস্তায় জল জমে গেলে অতিরিক্ত পাম্পেরও ব্যবস্থা করা হয়েছে।শহরে পর্যাপ্ত খাবার ও ত্রাণ মজুত রাখা হয়েছে।