এই মুহূর্তে কলকাতা

পঞ্চম দফায় সাত আসনের ৫৭ শতাংশ ভোট গ্রহণ কেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।


কলকাতা, ১৭ মে:- পঞ্চম দফার লোকসভা ভোটে রাজ্যে আরও বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। হচ্ছে।আগামী সোমবার অর্থাৎ ২০ মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। নির্বাচন হবে সাতটি আসনে৷ হাওড়া, হুগলি, উলুবেরিয়া, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর ও আরামবাগে। আর তার আগেই বাড়তে চলেছে পঞ্চম দফার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা৷ এমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। রাজ্যের সাত লোকসভা আসনের ৫৭ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্র স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখনো পর্যন্ত এই পর্যায়ের জন্যই সর্বাধিক কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হবে। প্রথমে কথা ছিল যে পঞ্চম পর্বের নির্বাচনে ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ তবে সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো ৭৯৯ কোম্পানি। কারণ রাজ্যে আসছে আরও ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার মোট সংখ্যা হয়ে দাড়ালো ৭৯৯।

সব চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে হুগলিতে। মোট ১৮১ কোম্পানি থাকবে হুগলিতে। কারণ কমিশনের নজরে রয়েছে ব্যারাকপুর, আরামবাগ এবং হুগলি। প্রাথমিকভাবে ঠিক ছিল যে পঞ্চম পর্বের সময় রাজ্যে থাকবে ৭৬২ কোম্পানি৷ কিন্তু ভোটের কাজে ব্যবহার করা হবে ৬১৩ কোম্পানি। তবে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিচার করে আরও ৩৭ কোম্পানিকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যারা পঞ্চম দফায় নির্বাচনের কাজে ব্যবহৃত হবে। এই ৩৭ সংখ্যার মধ্যে ২০ কোম্পানি আসছে মণিপুর থেকে, ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মধ্যপ্রদেশ থেকে আসছে ১৭ কোম্পানি। এর পাশাপাশি থাকছে ২৫৫৯০ জন রাজ্য পুলিশ। প্রসঙ্গত পঞ্চম দফায় মোট ৫৬৭ সেকশন কিউআরটি থাকবে বলে খবর কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে, হুগলিতে ৮৫ শতাংশ এবং আরামবাগে ৮৭ শতাংশ বুথ স্পর্শকাতর। মূলত সেই কারণেই পঞ্চম দফা ভোটের আগে বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।