কলকাতা, ১৬ মে:- একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। গত সোমবার রাজ্যের ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০ হাজারেরে বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালের আউটডোরে প্রায় ১২ হাজার রোগী ডাক্তার দেখিয়েছেন। এর মধ্যে নতুন টিকিটের রোগী ছিলেন ৯৬১৬ জন। পুরনো টিকিট নিয়ে আবার দেখাতে এসেছিলেন ২৩৪৯ জন। কিউ আর কোড স্ক্যান করে চিকিৎসককে দেখান ৬৮৭ জন। ১৩০৩ জন রোগীকে ই-প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। ওই একই দিনে ইমার্জেন্সি বিভাগে ৯৫৩ জনকে পরিষেবা দেওয়া হয়েছে। বিভিন্ন ইনডোর বিভাগে ভর্তি হন ৪৫৬ জন। রক্ত সহ বিভিন্ন নমুনা পরীক্ষার পরীক্ষার রিপোর্ট পেয়েছেন ১৪ হাজার ১৩৪ জন।
চিকিৎসা শেষে ছুটি পান ১২৬ জন। বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে ১২২৯ জনকে। সবমিলিয়ে ৩০ হাজার ১৬৬ মানুষ ওইদিন নানা খাতে পিজি থেকে পরিষেবা পেয়েছেন। রোগী পরিষেবার নিরিখে ওই দিন রাজ্য়ে দ্বিতীয় স্থানে রয়েছে নীল রতন সরকার মেডিকেল কলেজ। সেখানে ১৫ হাজারেরও বেশি মানুষকে ওইদিন পরিষেবা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যদফতর সূত্রে জানা গেছে। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের আউটডোর, ইনডোর সহ বিভিন্ন পরিষেবার তথ্য অনলাইনে আপলোড করার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এক নম্বরে আছে এসএসকেএম। সোমবার, ১৩ মে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে তারা। হাসপাতাল থেকে পরিষেবা পাওয়া রোগীর সংখ্যা এদিন আগের সমস্ত রেকর্ড ভেঙে হয় ৩০ হাজারেরও বেশি।