হাওড়া, ১৪ মে:- চতুর্থ দফা নির্বাচনের পর দেশে ২৭০ আসন নিশ্চিত হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার হাওড়া আমতা কেন্দ্রের বেতাই জয়ন্তী ফুটবল মাঠে এক জনসভায় তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “চতুর্থ দফা নির্বাচনের পর নিশ্চিত হয়ে গিয়েছে ২৭০ আসন। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তিনি বাংলা র দেবদেবীদের প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন সপ্তম দফা নির্বাচনের পর চারশো আসন নিশ্চিত হয়ে যাবে। সি এ প্রসঙ্গে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেন,”সিএএ আপনার ঠাকুমা আটকাতে পারবেনা তবে এদিন বক্তব্যের পুরোটাই ছিল চাচা ছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ। ৩০ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে বলেন মা মাটি মানুষ মানে, এ রাজ্যে মোল্লা মাদ্রাসা আর মাফিয়া। কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদল করে এ রাজ্যে চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
পাশাপাশি চিনি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের কার্ড মানি আখ্যা দিয়ে বলেন হাওড়ার জরিহাট বন্ধ করে দিয়েছে এরা বিজেপি তা নতুন করে শুরু করবে। তৃণমূল কংগ্রেস কর্মীদের উলুবেরিয়ার খাল গুলি বুজিয়ে দিয়ে কামাচ্ছে। রাত বিজেপি জিতলে তা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি লক্ষী ভান্ডার প্রসঙ্গে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করছেন লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকারের বন্ধ হয়ে যাবে। কিন্তু না। বরং বিজেপি ক্ষমতায় থাকলে লক্ষীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হবে। প্রসঙ্গত কয়েকদিন আগেই আমতা জনসভায় করতে এসে লক্ষ্মীর ভান্ডাকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও অমিত শাহের মন্তব্যে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ উঠে এসেছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাচা ছোলা ভাষায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন।