এই মুহূর্তে কলকাতা

আগামীকাল তৃতীয় দফার ভোটে ৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে।

কলকাতা, ৬ মে:- লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামীকাল রাজ্যের ৪ আসনে ভোট নেওয়া হবে। মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনগুলিতে ৭৩ লক্ষ্য ৩৭ হাজার ৬৫১ জন ভোটার ৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। চারটি কেন্দ্রের মধ্যে সর্বাধিক প্রার্থী রয়েছেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে- ১৭ জন। সব থেকে কম প্রার্থী রয়েছেন মুর্শিদাবাদে -১১ জন। এই দফায় মোট মহিলা প্রার্থীর সংখ্যা তিনজন। ভোটগ্রহণ সকাল সাতটায় শুরু হবে। মোট ৭৩৬০ টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে ২৮৩০ টি বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত বুথেই থাকছে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা। তৃতীয় দফার নির্বাচনকর্ম অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মোট ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এর পাশাপাশি ১২ হাজার ৬০১ কোম্পানি রাজ্য পুলিশও মোতায়েন হবে। এর মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১৪৪ কোম্পানি। তৃতীয় দফায় শুধু মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে। দুই আসনের জন্য ১৯০ কোম্পানি। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে- ১১৪ কোম্পানী, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে- ৬৪ কোম্পানি ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে- ১২ কোম্পানি বাহিনী থাকবে। এর পাশাপাশি আগামীকাল মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮১ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ওই বিধানসভা কেন্দ্রের ২ লক্ষ ৫৭২১০ জন ভোটদাতা ৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।