হাওড়া, ২ মে:- তৃণমূলের পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্বের জের, হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল দুষ্কৃতিরা। আহত এক। প্রায় তিন থেকে চার রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। আহত হন পঞ্চায়েত প্রধানের বাবা। মহিলা প্রধানকে টার্গেট করা হয়েছিল বলে জানা গেছে। তিনি প্রাণ বাঁচাতে অফিসের টেবিলের নিচে আশ্রয় নেন।
দুষ্কৃতিদের হাত থেকে আগ্নেয়াস্ত্রটি কেড়ে নেন। তারপর তারা পালিয়ে যায়। দুষ্কৃতিরা তিনজন এসেছিল মুখ ঢাকা অবস্থায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পঞ্চায়েত অফিসে প্রকাশ্য দিবালোকে মুখ ঢেকে গুলি চালায় দুষ্কৃতিরা। আতঙ্কে সেখানকার কর্মীরা। ঘটনাস্থলে এসেছে পুলিশ। নামানো হয় র্যাফ। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।