হুগলি, ২৮ এপ্রিল:- গত শনিবার ২৭ এপ্রিল ২০২৪ বড়া কমলাপুর থানা সিঙ্গুর, জেলা হুগলী-এর বাসিন্দা সুশোভন দাস বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের কাছে অভিযোগ করেন, রক্ষাকালী পুজো উপলক্ষে প্রবল শব্দে ওনাড বাড়ির সামনে ডিজে বাজানো হচ্ছে। ঐ ডিজে বাজানোর ফলে ওনার পরিবার ও গ্রামের মানুষজনের জন্যও ভয়ঙ্কর ক্ষতিকর। ডিজে বন্ধ করার জন্য প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণ করার আবেদন করায় সুশোভন বাবুকে শারীরিক ভাবে আক্রমণ করা হয় বলেও সুশোভন বাবু ফোনে আমাদের জানান। পরবর্তী সময়ে ওনার বন্ধুর মোবাইল থেকে ছবিও পাঠান। ডিজে সম্পূর্ণভাবে সরকারি নির্দেশ ও আদালত অবমাননার সামিল। কিন্তু সমস্ত সরকারি নির্দেশ ও একাধিক আদালতের রায়কে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছিল ডিজে বক্স তান্ডব।
এমনকি আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যাওয়ার পথেও অভিযুক্তরা বাধা দেয় বলে সুশোভন বাবু জানান। অভিযোগ পেয়ে মঞ্চ দ্রুত হুগলীর পুলিশ সুপারিন্টেন্ডেন্ট কামনাশিষ সেনকে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো হলে পুলিশ সক্রিয় হয়। এলাকায় পুলিশের গাড়ি যায়। সুশোভন বাবুর চিকিৎসা হাসপাতালে করানো হয়। আজ থানায় এফ আই আর করা হবে বলেও সুশোভন বাবু জানান। বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চকেও চিঠি দিয়ে উনি অভিযোগ জানাচ্ছেন। আমরা মঞ্চের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করে সুশোভন বাবুর পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি ও দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।