এই মুহূর্তে জেলা

তীব্র দাবদাহে মানুষকে সুরাহা দিতে পথে নামল হাওড়া পুরসভা।

হাওড়া, ২৫ এপ্রিল:- তীব্র দাবদাহে মানুষকে সুরাহা দিতে এবার পথে নামল হাওড়া পুরসভা। তপ্ত দুপুরে হাওড়া শহরের বিভিন্ন রাস্তাঘাট পুরসভার তরফ থেকে স্প্রিংকলার গাড়ির মাধ্যমে জল দিয়ে ধোয়া হচ্ছে। এতে গরমের দিনে কিছুটা হলেও স্বস্তি মিলছে। এছাড়াও পুরসভার জলের গাড়ি এনে পাইপের মাধ্যমে রাস্তার গাছগুলিতেও জল দেওয়া হচ্ছে। মূলত: রাস্তাঘাটের ধূলিকণা বাতাসে যাতে না মেশে তারজন্য রাজধানী দিল্লির ধাঁচে রাস্তায় জল ছিটানোর জন্য হাওড়া পুরসভা আগেই ৮৮ লক্ষ টাকা ব্যয়ে এনেছিল চারটি স্প্রিংকলার গাড়ি।

বর্তমানে এই দাবদাহ পরিস্থিতিতে রাস্তায় জল ছিটানোর জন্য দিনের বিভিন্ন সময়ে কাজ করছে এই গাড়িগুলো। ধুলোবালি, নোংরার সমস্যার হাত থেকে শহরকে রক্ষা করতেই এই ব্যবস্থা। প্রসঙ্গত ধূলিকণা যাতে বাতাসে না মেশে তারজন্য রাজধানী দিল্লিতেও এই ব্যবস্থা আগেই চালু রয়েছে। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শহরের তাপমাত্রা। আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে বলে সতর্কতা রয়েছে। তাই গ্রীষ্মের দুপুরে স্প্রিংকলার গাড়িগুলি জল ছড়িয়ে রাস্তা ঠান্ডা করবে।