এই মুহূর্তে জেলা

ভোটের আগে উত্তপ্ত আরামবাগ, তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

হুগলি, ২৩ এপ্রিল:- ২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসন্ত মোড় সংলগ্ন এলাকায়। তৃণমূল কর্মী লক্ষ্মী মালিকের অভিযোগ, তারা দুজন গতকাল রাতে ক্লাবে বসে ছিলেন সেই সময় বিজেপির এক দুষ্কৃতী বাপন রায় তাদেরকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, তারপর তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে,এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক আক্রমণের অভিযোগ ক্রমশ বাড়ছে।

এ বিষয়ে আরামবাগ বিজেপি পৌর মন্ডলের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, সামনে রাজনৈতিক ভোট আসছে, তাই একে অপরকে দোষারোপ করছে, তো বিষয়টা দেখছি যদি এই ঘটনা ঘটে থাকে আইন আইনের পথে চলবে, অন্যদিকে এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বলেন, আমাদের সক্রিয় তৃণমূল কর্মী তাকে, এক বিজেপির কর্মী মদ্যপ অবস্থায় আমাদের কর্মীকে মারধর করে। এ বিষয়ে আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।