হাওড়া, ১৭ এপ্রিল:- আজ রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও। বেলুড়ের হনুমান মন্দির মহাবীর চক থেকে আজ শোভাযাত্রা হচ্ছে বজরংবলী মন্দির গভ: কোয়ার্টার পর্যন্ত। সেখানে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়, কৈলাশ মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
পাশাপাশি রামনবমীর শোভাযাত্রায় অংশ নেয় বিজেপি কর্মীরাও। আজ সকালে হাওড়ার রামরাজাতলার ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তীও। প্রসঙ্গত, যাবতীয় নির্দেশকে ‘উপেক্ষা’ করেই এদিন অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের তরোয়াল হাতে মিছিলে অংশ নিতেও দেখা যায়।