হুগলি, ১৪ এপ্রিল:- নৌকা করে গঙ্গা বক্ষে প্রচার করেন হুগলির বিজেপি প্রার্থী।চন্দননগর রানী ঘাট থেকে শুরু করে চুঁচুড়া বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেনী পর্যন্ত চলে এই প্রচার। বাংলা নববর্ষের অনুষ্ঠান পালন করা হয় বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে। ঢাকের বোলে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা লাল সাদা শাড়িতে কুলো হাতে নববর্ষে অনুষ্ঠান করেন।গনেশ পুজো হয়। হুগলি লোকসভার মধ্যে চারটি এমন বিধানসভা রয়েছে যার অবস্থান গঙ্গার পারে। চন্দননগর চুঁচুড়া সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভা গঙ্গার পশ্চিমপাড়ে অবস্থিত। গঙ্গা পাড়ে বসতিও অনেক। সেই সব ভোটারের কাছে পৌঁছাতে রবিবাসরীয় প্রচারে জলপথকে বেছে নেন লকেট চট্টোপাধ্যায়। তবে যে বলাগড়ে গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা সেই যায়গায় এদিন নৌকা করে যাচ্ছেন না লকেট।
বলাগড়ে নৌকা শিল্প ধুঁকছে বহুদিন ধরে। তাদের জন্য ভাবনার কথা শোনালেন বিজেপি প্রার্থী। লকেট বলেন, বলাগড়ের ভাঙন নিয়ে রাজ্য সরকার উদাসীন। কেন্দ্রর টাকা খরচ করেনি রাজ্য। ২০২৪ সালে কেন্দ্রে সরকার তৈরীর পর কথা বলব সরাসরি কোনো কাজ করা যায় কিনা। গত পাঁচ বছর তিনি সাংসদ ছিলেন তখন কেন উদ্যোগ নেননি? লকেট বলেন আমি সংসদে তুলেছি। পঞ্চায়েতের একটা মিটিং এ গিয়েছিলাম তৃনমূল সেই মিটিং কোরাম হয়নি বলে করতে দেয়নি। কেন্দ্র টাকা দিলেও তা রাজ্যের মাধ্যমে খরচ হয়। এবার জিতলে দেখব অন্য কোনো পথ আছে কিনা। বলাগড়ের নৌ শিল্পকে বাঁচাতে শিল্পীদের বিশ্বকর্মা যোজনার মধ্যে নিয়ে এসে তিন লাখ টাকার ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।