এই মুহূর্তে জেলা

শিল্পকলার গুরুত্ব ফেরাতে নববর্ষের দিনে পদযাত্রা, বৈদ্যবাটিতে।


হুগলি, ১৪ এপ্রিল:- আন্তর্জাতিক শিল্পকলা দিবস ও নববর্ষকে সামনে রেখে দুটি অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলার সমাজে শিল্পকলার গুরুত্ব কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে তাই ছোটদের মধ্যে শিল্পকলার গুরুত্ব পুনরায় ফিরিয়ে আনতে ও সমাজ সচেতন করতে মতো নববর্ষের মতো শুভ দিনে এই শোভাযাত্রা। এইদিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, পুরসদস্য দেবরাজ দত্ত সহ একাধিক শিল্পী জগতের মানুষরা।