হাওড়া, ১৩ এপ্রিল:- প্রায় ৩৬ দিনের মাথায় অবশেষে ধর্না উঠলো শ্রমজীবী হাসপাতালে। শনিবার জরুরি ভিত্তিতে বিশেষ সভা করে শ্রমজীবী হাসপাতাল সহযোগী মঞ্চ আপাতত অবস্থান স্থগিত করার সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সম্প্রসারণের জন্য বন্ধ ইন্দো-জাপান কারখানার খাস জমি শ্রমজীবী হাসপাতালকে দেওয়ার বিষয়ে দীর্ঘদিন যাবৎ ভূমি দফতরের সঙ্গে আলোচনা চলছিল। বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা এবং শ্রমজীবী হাসপাতালকে ওই খাস জমি দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়। যাতে শ্রমজীবী হাসপাতাল ৩০০ বেডের একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে পারে।
অবশেষে গত শুক্রবার ভূমি দপ্তরের আধিকারিকরা আলোচনায় বসেন। ১৩ এপ্রিল আনুষ্ঠানিক ঘোষণা করে ধর্না স্থগিত করা হবে বলে জানা গেছে। শ্রমজীবী হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ফণীগোপাল ভট্টাচার্য জানান, সরাসরি ভূমি দপ্তরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমাদের এই আলোচনা সফল বলে মনে হয়েছে। আমাদের আন্দোলন চলাকালীন আমরা কখনও দিশা হারাইনি। এই আন্দোলনে যুক্ত শংকর কুমার সান্যাল জানান, শ্রমজীবী আন্দোলনে আমি ছোটবেলা থেকেই যুক্ত। এদের কমিটমেন্ট এবং ডেডিকেশন আমার ভাল লেগেছে। ভাল কাজের জন্য সকলের সাহায্যের প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি আধিকারিকরা এগিয়ে এসেছেন তাতে আমরা খুব খুশি।