এই মুহূর্তে জেলা

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার আরামবাগে।


হুগলি, ১৩ এপ্রিল:- গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো আরামবাগ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। ধৃতের নাম চিত্তরঞ্জন সাহা (৩৬)। আরামবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ধৃতের বাড়ি।

গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আজ ভোররাতে দৌলতপুর রেলওয়ে ব্রিজের নিচে তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। ধৃতকে আজই আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে আরামবাগ থানার পুলিশ।