হাওড়া, ১২ এপ্রিল:- সাংসদ জীবনের কাজের খতিয়ান তুলে ধরে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওয়েবসাইটের আত্মপ্রকাশ হলো হাওড়ায়, পাশাপাশি ভোটের আগে দুটি থিম সং-র শুভ সূচনা হলো। শুক্রবার হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লগন দেও সিং, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, উপ মুখ্য প্রশাসক দেবাংশু দাস-সহ দলের অন্যান্যরা।
এই ওয়েবসাইটে প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংসদ তহবিলের টাকায় কোথায় কি কি কাজ করেছেন এবং সংসদে কি কি প্রশ্ন তুলেছেন তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ওয়েবসাইটটি হল www.prasunbanerjee.com. ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি এদিন প্রসূনদার প্রচারের ‘হাওড়ায় খেলা হবে’ এবং ‘প্রসূনদা নামলো আবার মাঠে’ শীর্ষক দুটি ‘নির্বাচনী থিম সং’য়েরও শুভ উদ্বোধন করা হয়। হাওড়ায় বিভিন্ন জায়গায় ভোটের প্রচারে দুটি গানই বাজানো হবে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানালেন। ‘কিউআর কোড’ স্ক্যান করে এই নির্বাচনী থিম সংয়ের ভিডিও এবং অডিও পাওয়া যাবে।