এই মুহূর্তে কলকাতা

রাজ্যে প্রথম দফার নির্বাচনে ৪২৮ টি মহিলা পরিচালিত বুথ থাকছে।


কলকাতা, ১২ এপ্রিল:- আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই তিন জেলায় মোট ৪২৮ টি মহিলা পরিচালিত বুথ থাকছে। যেখানে ভোটগ্রহণ কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলা ভোট কর্মীরা। প্রথম দফায় আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা পরিচালিত বুথ থাকছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ওই জেলায় মোট ২৩০ টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র থাকছে। জলপাইগুড়িতে ওই সংখ্যা ১৩৮। কোচবিহারে ৬০ টি ভোটগ্রহণ কেন্দ্রে পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা। অন্যদিকে, সব জেলা মিলিয়ে এরাজ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা হতে চলেছে ৬ হাজার ২৪৬ টি। এর মধ্যে ডায়মন্ড হারবার এবং কলকাতার দক্ষিণ সংসদীয় কেন্দ্রে সবচেয়ে বেশি মহিলাদের দ্বারা পরিচালিত বুথ রয়েছে। এই দুটি কেন্দ্রেই ৪২২ করে বুথ রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে। মূলত, ভোটারদের বিশেষ করে মহিলা ভোটারদের বুথমুখী করতে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে এই ব্যবস্থা করে থাকে।

তবে এই বুথে মহিলা এবং পুরুষ উভয়েই ভোট দিতে আসতে পারবেন ।সূত্র মারফত জানা গিয়েছে যে, স্পর্শকাতর এলাকাগুলিতে মহিলা পরিচালিত বুথ নাও তৈরি করা হতে পারে। কারণ ভোটের দিন কোনও সমস্যার সৃষ্টি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তবে কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট করার সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বুথগুলিতে মহিলা ভোটকর্মীর থেকে শুরু করে মহিলা প্রিসাইডিং অফিসার-সহ সবটাই পরিচালিত হবে মহিলাদের দ্বারা। প্রসঙ্গত, রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনে ছিল পিংক বুথ। এই বুথগুলি ছিল সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত। মহিলা পরিচালিত এই বুথগুলিকে গোলাপী রংয়ের থিমে সাজানো হয়েছিল বলে বুথগুলির নম দেওয়া হয়েছিল পিংক বুথ। সেবারই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত বুথ করা হয়।