হুগলি, ১২ এপ্রিল:- চলছে আদর্শ আচরণ বিধি। রাজনৈতিক দলগুলিকে মেনে চলার কথা নির্বাচন কমিশনের নিয়ম। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে তাই আর সরাসরি জনহিতকর কোনও কার্যকলাপ করার কথা নয় রাজনৈতিক দলগুলির। শুক্রবার নীল ষষ্ঠী উপলক্ষে ষন্ডেশ্বরতলায় গিয়ে তৃণমূলের ব্যানারে সাধারণ মানুষকে জল-বাতাসা বিতরণ করা নিয়ে প্রশ্ন তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এ দিন তিনি দুপুর একটা নাগাদ ওই মন্দিরে উপস্থিত হন। মন্দিরের ঢোকার মুখেই ডান দিকে ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যানার লাগিয়ে চলছিল জল-বাতাসা বিতরণ।
ওই ব্যানারে মুখ্যমন্ত্রীর পাশাপাশি চুঁচুড়ার বিধায়ক ও হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল। কর্মসূচিতে ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা চুঁচুড়ার উপ-পুরপ্রধান পার্থ সাহা। লকেট মন্দিরে জল দিয়ে লাইনে থাকা সাধারণ মহিলাদের পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন জানান। এরপর লকেট তৃণমূলের ওই জলসত্র নিয়ে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। অন্যদিকে, পার্থ সাহা এ ভাবে জল-বাতাসা বিতরণে কোনও অন্যায় দেখছেন না।