এই মুহূর্তে কলকাতা

পুজোর ছুটির মধ্যেও ভূমি আদালত ১০ দিন খোলা রাখা হবে।

কলকাতা , ১৯ অক্টোবর:- করোনা সংক্রমণের জেরে সব ধরনের আদালতের কাজকর্মেই প্রভাব পড়েছে। এরপর আবার পুজোর ছুটি পড়বে। তখন সব ধরনের আদালতের কাজ পুরোপুরি বন্ধ থাকবে। সাধারণ মানুষের কথা ভেবে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেনেন্সি ট্রাইবুনাল। পুজোর ছুটির মধ্যেও এই ভূমি আদালত ১০ দিন খোলা রাখা হবে। ট্রাইবুনালের বিচারপতিরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবীরা সহযোগিতারা হাত বাড়িয়ে দিতে রাজি। ভূমি ট্রাইবুনালের রেজিস্ট্রার তপন কুমার মণ্ডল প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ২ থেকে ৬ নভেম্বর এবং ৯ থেকে ১৩ নভেম্বর এই আদালত খোলা থাকবে। দুটি বেঞ্চ মামলা শুনবে। উল্লেখ্য, রাজ্যের জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে বহু মানুষ এই আদালতে আসেন। কোভিডের কারণে অসংখ্য মামলা আদালতে জমে গেছে। এই মামলা গুলির দ্রুত সমাধান করতে পুজোর ছুটিতেও আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।