এই মুহূর্তে কলকাতা

চার ঘন্টার ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার তথ্য চাইল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।


কলকাতা, ৩ এপ্রিল:- স্বাভাবিক ভাবেই প্রথম দফার নির্বাচনের আগে রীতিমতো ব্যাকফুটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও রাজ্য প্রশাসন। ‘কমিশনের নির্দেশকে পালন করুন অন্যথায় মাথাদেরকেই ধরতে বাধ্য থাকবো আমরা,’- চার ঘন্টা বৈঠক শেষে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মুখে এই কথাই শোনা গেল। ভিডিও কনফারেন্সে সারা দেশের অন্যান্য খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি রীতিমতো উদ্বিগ্নের সুরেই রাজীব কুমারের এই উষ্মা প্রকাশ। যদিও রাজ্যে এসে এই একই কথাই বলেছিলেন তিনি। জেলার নির্বাচনী অআধিকারিকদের ওপর কমিশনের ভরসা আছে আর তাঁরা যদি কাজ করতে না পারেন তাহলে কমিশন জানে কি করে কাজ উদ্ধার করতে হয়। এমনি উক্তি করেছিলেন রাজীব কুমার।

দেশের প্রথম দফা নির্বাচনের আগে সেই একই কথাকে এই বৈঠকে স্বরণ করালেন তিনি। এখন দেখার রাজ্যের প্রথম দফার নির্বাচনের আগেই স্পর্শকাতর এলাকা ও বুথের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে করে আদপে অবাধ-সুষ্ঠ ও শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন ভোট কতটা সক্ষম হয় জাতীয় নির্বাচন কমিশন। তার কারণ প্রথম দফা নির্বাচনের আগেই একের পর এক হিংসার ঘটনায় ইতিমধ্যেই উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বুধবার কমিশনের বিশেষ পর্যবেক্ষক রাজ্যে পা রেখেই প্রশ্ন তুলেছেন। রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সব পরিস্থিতিকেই অবিলম্বে স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছেন তিনি। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে নাকি জাতীয় নির্বাচন কমিশন তাদের নিজেদের ভূমিকা কে ধরে রাখতে যথাযথ পদক্ষেপ করবে প্রথম দফা নির্বাচনে।