এই মুহূর্তে জেলা

খানাকুলের বন্যা বিধস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

খানাকুল, ২৫ সেপ্টেম্বর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যা বিধ্বস্ত অবস্থা হুগলির খানাকুল। চারিদিকে শুধু ধ্বংসলীলা। গ্রামের পর গ্রাম বন্যার জলে প্লাবিত। বন্যার জল অনেক জায়গায় কমলেও ধ্বংসের নমুনা রেখে গেছে জল দেবতা। দ্বারকেশ্বর, রুপনারায়ন, দামোদর নদীর জলে প্লাবিত হয় খানাকুল। এদিন খানাকুলের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলো কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিএম এবং আরামবাগ মহকুমা প্রশাসনের প্রশাসক থেকে শুরু করে পুলিশ আধিকারিক।

এদিন তারা খানাকুলের ধান্যনগরীর বন্দর এলাকার জেলেপাড়া, মাইতিপাড়া,ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেন।পাশাপাশি এলাকার মানুষের কাছ থেকে বন্যার ক্ষয়ক্ষক্ষতি নিয়ে খোঁজ খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, এই প্রথম খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শনে এলো। এবার হয়তো বন্যা প্রতিরোধে কোনও ব্যবস্থা হবে। তবে প্রশাসন সুত্রে জানা গেছে, এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলা প্রশাসনের আধিকারিক ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙ্গা বাঁধ থেকে শুরু করে প্লাবিত গ্রামগুলি সরজমিনে খতিয়ে দেখেন।