এই মুহূর্তে জেলা

কল্যাণী এইমসে চাকরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চার।


হুগলি, ২ এপ্রিল:- কল্যাণী এইমসে চাকরী দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার চারজন অভিযুক্ত। হুগলী গ্রামীণ পুলিশের হরিপাল থানার পুলিশ গ্রেফতার করেন। এই মধ্যে রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার, মেদিনীপুর জেলার, নদীয়া জেলার সহ অন্যান্য জেলার। এদের মধ্যে একজন চন্দননগর জেলে রয়েছেন অপর তিনজন অভিযুক্তেরা সাতদিনের হরিপাল থানার পুলিশ হেফাজতে ছিল।

এই তিনজন অভিযুক্ত কে নিয়ে আজ মঙ্গলবার সকালে হুগলির জেলার গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য হুগলি জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন আধিকারিকেরা। এদিন সকালে সাংবাদিক সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় হুগলি সাংবাদিকদের জানান। এরপর আজ মঙ্গলবার তিনজন অভিযুক্তকে চন্দননগর আদালতে পেশ করা হল। তাদের আবারো পুলিশের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য। হুগলির হরিপাল থেকে প্রবীর বসুর রিপোর্ট।