এই মুহূর্তে জেলা

জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান সিঙ্গুরে।

হুগলি, ৩১ মার্চ:- এবার সিঙ্গুরে জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান। আজ সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপি তরফে আয়োজিত “যোগদান মেলা” কর্মসূচিতে হুগলী লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃনমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ২বারের তৃনমূল সভাপতি প্রতিমা দাস, বারুইপাড়া পলতাগড় এলাকার তৃনমূল কংগ্ৰেস কর্মী প্রদীপ দাস, শুকদেব দাস, রূপশ্রী পাত্র সহ একাধিক মানুষ। এনারা সবাই লকেট চট্টোপাধ্যায় এর হাত থেকে বিজেপি পতাকা হাতে তুলে নেন। এই দিন যোগদান কর্মসূচির আগে পশ্চিম বারুইপাড়া এলাকার কালী মন্দিরে পুজো দেন প্রার্থী।

এবং যোগদান পর্ব শেষে টোটোয় করে জন সংযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। যোগদান পর্ব শেষে লকেট চট্টোপাধ্যায় বলেন, প্রায় ২০০ জন মানুষ যারা তৃনমূল, সিপিআইএম এ ছিলেন, আজ নরেন্দ্র মোদীর কাজে উদ্ধুদ্ধ হয়ে বিজেপি যোগদান করেছে। বিশেষ করে মহিলাদের যোগদান উল্লেখ যোগ্য। এই যোগদানের ফল দল আরো শক্তি শালি হবে। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রতিমা দাস জানান, বর্তমানে সন্দেশখালি তে মহিলাদের উপর যে অত্যাচার, বোগটুই এর মত যে গণহত্যা সেই সব ঘটনার প্রতিবাদ করার জন্যই আমি বিজেপিতে যোগদান করেছি। তৃনমূল থেকেও আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমি একা পড়ে গিয়েছিলাম, তাই বিজেপি যোগদান। এতে দলে কোন প্রভাব পড়বে না, দাবি তৃনমূলের।