এই মুহূর্তে জেলা

পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা।

হুগলি, ২৭ মার্চ:- হাওড়া স্টেশনের কাছে ঝিল সাইডিংয়ে সিগন্যাল ফেলিওর (পয়েন্ট বাস্ট) হওয়ায় সমস্যা দেখা দিয়েছে, বলে পূর্ব রেল সূত্রে খবর। সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে। এরফলে হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে।যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। হওড়ায় পয়েন্টে গন্ডোগোলের জের ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয় হাওড়া ব্যান্ডেল শাখায়।

ব্যান্ডেল থেকে হাওড়া গামী লোকাল সকাল থেকে প্রায় বন্ধ রয়েছে। ট্রেন না থাকে দুর্ভোগের মুখে পড়ছে নিত্য যাত্রীরা। তিন দিন ছুটির পর আজ থেকে অফিস কাছারি খুলছে। অফিস যাত্রীরা অনেকেই স্টেশনে অপেক্ষায় রয়েছেন কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেজন্য। বৈদ্যবাটি স্টেশনয়েও ঠিক একই ছবি দেখা গেল। সকাল থেকেই প্লাটফর্মে কোনটা কোন ঠাসা ভীর।