এই মুহূর্তে জেলা

নিজে মাখলেন অন্যদের মাখিয়ে দোলের রঙে রঙিন কল্যাণ।


হুগলি, ২৫ মার্চ:- আজ সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে এক প্রস্ত জনসংযোগ সারলেন শ্রীরামপুরের তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্তে উৎসবে সামিল হন দলীয় কর্মিদের নিয়ে। শ্রীরামপুর রাধা বল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন। বটতলায় জুটমিলের শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন। সেখান থেকে চাতরা দোল মন্দিরে যান তিনি। পথে বহু মানুষের সঙ্গে রঙ খেলেন। ছোটোদের হাতে পিচকারি রঙ তুলে দেন।

কল্যাণ বলেন, গতবার হ্যাটট্রিক করেছি এবারে বাউন্ডারি হাঁকাবো। বিরোধীরা কোনো ফ্যাক্টর হবে না। প্রসঙ্গত বিজেপি প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসুকে। কল্যাণ বলেন বিরোধীদের সম্বন্ধে কিছু বলব না। ২০০৯ সাল থেকে সিপিএম কে হারিয়েছি। বাপি লাহিড়ী হেরেছে, গতবার দেবজিৎ সরকার হেরেছে এবার লাল গেরুয়া সব হারবে। আইএসএফ বা ফুরফুরা কোনো কোনো সমস্যা হবে না বলেও জনান তিনি।