হাওড়া, ২৫ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠে নিষ্ঠা ভক্তি এবং প্রথা মেনে দোল উৎসব পালিত হলো। এই দোল উৎসবে উপস্থিত ছিলেন মঠের সন্ন্যাসী মহারাজরা।
শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণের মন্দিরে চৈতন্য পুজোর মধ্য দিয়ে এর সূচনা হয়। এরপর বেলুড় মঠের সব মন্দির প্রাঙ্গণ ঘুরে একে অপরকে আবির রঙে রাঙিয়ে দেন তাঁরা। প্রচুর ভক্তরাও আসেন এই দোল উৎসবের রঙে মাতোয়ারা হতে।