হুগলি , ২৫ মার্চ:- এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ময়নাতদন্তে করাতে নারাজ। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে চলে গেল পরিবারের লোকেরা। পোলবার কামদেবপুরে একটি জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে বিশাল পুকুর হয়ে গিয়েছে। আর সেই পুকুরেই পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। কিশোরের নাম ওসমান হালদার (14)। বাড়ি পোলবা থানার অন্তর্গত হারিট এলাকায়। ওসমান মেলা উপলক্ষে পোলবা থানার অন্তর্গত কামদেবপুরে মামার বাড়িতে এসেছিল। আজ বেলার দিকে তুতো ভাই-বোনেদের সঙ্গে ওই মাঠেই গিয়েছিল ওসমান।
হঠাৎই পা পিছলে সেই বিশাল গর্তে পড়ে যায়। এরপরেই চিৎকার চেঁচামেচি করতে প্রতিবেশী ও পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসে এলাকায়। কয়েক ঘন্টা পরে পরিবারের সদস্যরা সেখান থেকে কোন রকমে উদ্ধার করে ওসমানকে। এরপরেই চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি। হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা সেই দেহ ছিনিয়ে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়।