এই মুহূর্তে কলকাতা

ফের ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

কলকাতা, ২২ মার্চ:- রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফের ধাক্কা খেল। লোকসভা নির্বাচনের গেরোতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট স্থগিত করতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন। আগামী ২ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাঁদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেইমতো আগে বিজ্ঞপ্তি দেওয়াও হয়েছিল। এর জন্য ২৭ মার্চ থেকে প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বলেও জানানো হয়। কিন্তু, আপাতত সেই পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে। ভোটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে।

আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে গোটা দেশে। ইতিমধ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। এর মাঝে পার্সোনালিটি টেস্ট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে। তাঁরা কোনওরকম সবুজ সংকেত দিলে ফের নতুন কোনও বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর। দীর্ঘসময় ধরে আদালতে আইনি জটিলতায় কারণে শিক্ষক নিয়োগে বিলম্বিত হচ্ছে গোটা রাজ্যে। তবে আদালতের রায়ে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। মুখে হাসি ফুটেছিল চাকরি প্রার্থীদের। তবে ভোটের কারণে ফের সেটাকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার কারণে মুষড়ে পড়েছেন চাকরি প্রার্থীরা।