এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে আজ সাড়ম্বরেই ফলহারিনী ষোড়শী পুজো।

হাওড়া, ১৮ মে:- আজ ফলহারিনী কালীপুজো। প্রতি বছর এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয় রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে। বেলুড় মঠেও আজ একইভাবে সেই পূজার আয়োজন করা হয়েছে। কথিত আছে শ্রীশ্রীঠাকুর এই দিনে দক্ষিণেশ্বরে শ্রীমাকে সমস্ত রকম ফল নিবেদন করে ষোড়ষী রূপে ত্রিপুরেশ্বরী দেবী হিসেবে পূজা করেন। নিজের সহধর্মীনিকে এইভাবে দেবী জ্ঞানে পূজা করার আর কোনও নিদর্শন জগতে কোথাও নাই।

এই বিশেষ দিনটি দক্ষিণেশ্বর তো বটেই বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর এই বিশেষ দিনে বেলুড় মঠে ঠাকুরের গর্ভগৃহে ঠাকুরের বাম পার্শ্বে মায়ের প্রতিকৃতি রেখে তাকে পূজা করা হয়। অমাবস্যা পড়ার সাথে শুরু হয় পূজা। সারারাত ধরে নিশি পুজো চলবে ভোর পর্যন্ত। মঠের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা পূজা করেন। দেবীর বন্দনা করেন ভক্তিগীতি এবং সংগীত দ্বারা মাকে আহ্বান করেন এবং পূজা শেষে প্রসার বিতরণ করেন।