হাওড়া, ১৫ মার্চ:- ব্যক্তি প্রসূন বন্দ্যোপাধ্যায় বা ব্যক্তি ডা: রথীন চক্রবর্তীর বিরুদ্ধে আমার লড়াই নয়। আমার লড়াই বিজেপি এবং তৃণমূল এই দুই রাজনৈতিক দলের নীতির বিরুদ্ধে। আমাদের প্রতীক কাস্তে-হাতুড়ি-তারা। সেই প্রতীক দেখেই মানুষ আমাদের আশীর্বাদ করবেন। প্রচারে নেমে এমনই মন্তব্য করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচন আমাদের কাছে প্রাত্যহিক জীবনের একটা লড়াই সংগ্রামের মতো।
যেটা মানুষের জন্য আমাদের লড়াই এবং এই লড়াই জয়ের জন্যই করি। আমাদের লড়াই বামপন্থার সঙ্গে দক্ষিণপন্থার লড়াই। হাওড়ার বঞ্চনার কথা, হাওড়ার সমস্যার কথা, হাওড়ার বন্ধ কলকারখানার কথা সংসদে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন বর্তমান সাংসদ। এর বিরুদ্ধে আমাদের লড়াই। হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি ২০১৮ সাল থেকে। ফলে মানুষ সকল পরিষেবা থেকে আজকে বঞ্চিত।