এই মুহূর্তে জেলা

টোটোর ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু হাওড়ায়, ঘাতক গাড়িতে আগুন ধরালো উত্তেজিত জনতা।


হাওড়া, ১৬ মার্চ:- টোটোর ধাক্কায় মৃত্যু হলো চতুর্থ শ্রেণির পড়ুয়া এক স্কুলছাত্রীর। এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। টোটোতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। ডোমজুড়ের ভান্ডারদহ এলাকায় ওই ঘটনা ঘটে। জানা গেছে, স্কুল যাওয়ার সময় অতিরিক্ত মাল বোঝাই ওই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ছাত্রীকে।

ছাত্রীটি রাস্তায় পড়ে গেলে তার উপরেই মালবোঝাই টোটোটি উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রীর নাম অর্পিতা সর্দার। আটক হয়েছে টোটো চালক।