এই মুহূর্তে কলকাতা

প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একডালিয়া পার্কে তার আবক্ষ মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৪ মার্চ:- রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের একডালিয়া পার্কে তাঁর এক আবক্ষমূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রয়াত মন্ত্রীর জন্মদিনে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী কিছুটা আবেগ প্রবম হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী জানান সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরেই তাঁর রাজনীতিতে পদার্পণ ঘটেছিল। তার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁরা যৌথ ভাবে নানা উত্থান পতনের স্বাক্ষী থেকেছেন। প্রতিবছর সুব্রত মুখোপাধ্যায়র জন্ম ও মৃত্যুদিন পালন করতে তিনি স্তানীয় ক্লাব গুলিকে আবেদন জানান।

প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায় ছিলেন বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন ক্লাবের প্রাণপুরুষ। ২০২১ সালের নভেম্বর মাসে কালীপুজোর রাতে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। এর আগে একডালিয়ার সিটিজেন পার্ক ও জোড়াবাগান পার্কের নামকরণ হয়েছিল প্রয়াত মন্ত্রীর নামে৷ তারপর কলকাতা পুরসভার তরফ থেকে মূর্তি তৈরি করা হয়েছিল। কিন্তু সেটি পছন্দ হয়নি মুখ্যমন্ত্রীর। তারপর থেকেই একটি নতুন মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হয়। আজ মুখ্যমন্ত্রী সেই মূর্তিরই উদ্বোধন করেছেন।