এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত অফিসে ঢুকে হামলা, মহিলা প্রধান-সহ আক্রান্ত অন্যান্যরা, উত্তেজনা হাওড়ায়।


হাওড়া, ৭ মার্চ:- বর্তমান অর্থবছরের অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ চলার সময় পঞ্চায়েত অফিসে ঢুকে হামলার অভিযোগ। মহিলা পঞ্চায়েত প্রধান-সহ আক্রান্ত অন্যান্যরা। উত্তেজনা জগৎবল্লভপুরে। ঘটনায় অভিযোগের তীর পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। জগৎবল্লভপুর ব্লকের পাতিহাল গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ বর্তমান অর্থবছরের অ্যাকশন প্ল্যান পোর্টালে আপলোড করার কাজ চলাকালীন বুধবার রাতে ওই হামলা হয়। সার্ভারের সমস্যা থাকায় রাত পর্যন্ত অফিসেই চলছিল কাজ।

রাত প্রায় সাড়ে দশটার সময় বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ পঞ্চায়েতের শিল্প সঞ্চালক এবং জেলা পরিষদের সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ প্রধান, উপপ্রধান-সহ একাধিক সদস্য ও পঞ্চায়েত কর্মীর উপর চলে হামলা। ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনার নিন্দা প্রকাশ করেছেন জগৎবল্লভপুর ব্লক তৃণমূল নেতৃত্ব।