এই মুহূর্তে জেলা

নামি কোম্পানীর নকল চা বিক্রির অভিযোগে হিন্দমোটরে আটক দুই।

হুগলি, ৬ মার্চ:- বেশ কিছুদিন ধরে নামী সংস্থার কোম্পানীর চায়ের মত হুবুহু এক রকম চায়ের প্যাকেট বিক্রি হচ্ছিল উত্তরপাড়ার হিন্দমোটর অঞ্চলে। নকল চা পাতা বিক্রির অভিযোগ পেয়ে হিন্দমোটর দু’নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে অভিযান চালায় ওই সংস্থার ভিজিল্যান্স। বেশ কয়েকটি দোকানে এবং একজন চা সেলসম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। দুটি দোকান থেকে প্যাকেট প্যাকেট নকল চা উদ্ধার হয়। যে দুটি দোকান থেকে নকল চা উদ্ধার হয় সেই দোকানের মালিক তপন সাহা এবং কমল কুন্ডুকে আটক করে পুলিশ। অভিযুক্ত দোকানদারদের আত্মীয় স্থানীয় ব্যবসায়ীদের দাবী তারা সেলসম্যান এর কাছ থেকে চা কিনে বিক্রি করেন। আসল নকল তারা চেনেন না।

ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান নকল জিনিস বিক্রি করা অন্যায় আমরা এই অন্যায়কে সমর্থন করছি না। কিন্তু এই নকল সামগ্রী যেখানে তৈরি হচ্ছে বা যারা দোকানদারদের হাতে পৌঁছে দিচ্ছে তাদের আগে ধরা উচিত। কারণ দোকানদারদের পক্ষে আসল নকলের ফারাক বোঝা সম্ভব নয়। এলাকারই চা সেলসম্যান চন্দন দাস বলেন, আমার বাড়িতে ও পুলিশ এসেছিল তবে আমার বাড়ি থেকে কোন নকল চা পাতা পায়নি। আমি কোম্পানির আসল চা বিক্রি করি। নকল চা পাতার প্যাকেট কিভাবে দোকানদারদের কাছে পৌঁছেছে তা আমি জানিনা। এলাকার কাউন্সিলর সন্দীপ দাস জানান, বাজারে এসে ঘটনার কথা জানতে পারি তবে এই নকল জিনিস বিক্রি হলে তার তদন্ত হোক।তবে যেখানে তৈরী হচ্ছে তাদেরও ধরা দরকার।গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হিন্দমোটর দুনম্বর বাজার অঞ্চল জুড়ে।