এই মুহূর্তে জেলা

শাহজাহানের অত্যাচারের কাহিনী প্রধানমন্ত্রীকে জানালেন সন্দেশখালীর মহিলারা।


বারাসাত, ৬ মার্চ:- সন্দেশখালিতে কীভাবে অত্যাচার চালাত শেখ শাহজাহান এবং তার বাহিনী, বারাসতের কাছারি ময়দানের সভার পর সভা সংলগ্ন গ্রিনরুমে মোদীকে সেকথা জানাচ্ছেন সন্দেশখালির মহিলারা। সূত্রের খবর, সন্দেশখালির পাঁচজন মহিলা রয়েছেন ওই প্রতিনিধি দলে। সভা শেষের পর তাঁদের ওই বিশেষ রুমে ডেকে নেওয়া হয়। সেখানেই মোদীর কাছে শাহজাহান গোষ্ঠীর অত্যাচারের বিস্তারিত বিবরণ তুলে ধরছেন মহিলারা। মাস দু’য়েক ধরে অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমনকী অন্যায়ভাবে গরিব মানুষের জমি কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারেই মোদীকে পুঙ্খানুপঙ্খ তথ্য তুলে ধরেছেন সন্দেশখালির পাঁচ মহিলা।