হুগলি, ৪ মার্চ:- হুগলিতেও পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। হুগলি গ্রামীন পুলিশ এলাকায় দুই কোম্পানী বাহিনী আপাতত মোতায়েন থাকবে। গ্রামীন এলাকার আরামবাগ ও চন্ডীতলায় থাকবে বাহিনী।
আজ বিকাল তিনটে নাগাদ বিএসএফ এর এক কোম্পানী হলদিবাড়ি থেকে চন্ডীতলা থানা এলাকায় এসে পৌঁছায়। চন্ডীতলার কলাছড়ায় নির্মিয়মান টোল প্লাজায় থাকবে বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর আগামী থেকে বিভিন্ন গ্রামে টহল দেবে বাহিনী।