এই মুহূর্তে জেলা

ডক্টরস ডে তে মহতী উদ্যোগ নিলো চুঁচুড়ার অজন্তা সেবা সদন।

সুদীপ দাস, ১ জুলাই:- ডক্টরস ডের দিন এক মহতী উদ্যোগ নিল চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদন। প্রসঙ্গত করোণা মহামারীর শুরু থেকেই এই হাসপাতাল এগিয়ে এসেছিল করোনা আক্রান্তদের চিকিৎসায়। তবে এবার মহতি উদ্যোগ নিলো সেই বেসরকারি হাসপাতাল। অজন্তা সেবা সদন এর উদ্যোগে চলতি মাসে সাতটি সাধারণ সজ্জা এবং তিনটি আইসিসি ইউ সজ্জা বিনামূল্যে সংরক্ষিত করা হলো দুঃস্থ মানুষদের জন্য। অজন্তা সেবা সদন এর পক্ষে কর্ণধার সঞ্জয় সিনহা জানান কোনরকম স্বাস্থ্য বীমা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুধুমাত্র প্রকৃত দুস্থ মানুষরাই এই সুযোগ গ্রহণ করতে পারবে। পাশাপাশি তিনি বলেন শুধুমাত্র ওষুধ কিনে দিলেই মিলবে পরিষেবা। এছাড়াও তাদের কাছে যে টেস্টের ব্যবস্থা আছে সেগুলো মিলবে বিনা পয়সায়।