হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- লিলুয়া চকপাড়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে এলেন ফরেনসিক দল। মঙ্গলবার সকালে চার সদস্যের একটি ফরেনসিক দল ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরাও। প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে লিলুয়ায় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় শাশুড়ি ও জামাইয়ের।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে। আগুনে কার্যত পুরোপুরি ভস্মীভূত দরমার বাড়ি। আগুনে ক্ষতিগ্রস্থ হয় আশপাশের কয়েকটি বাড়িও। লিলুয়ার চকপাড়ার শান্তিনগরের ওই ঘটনায় জামাই মধুসূদন সানা ও শাশুড়ি আঙুরবালা দেবীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মেয়ে কমলা সানা।