উঃ২৪পরগনা, ২৬ ফেব্রুয়ারি:- গুলি করে খুন করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস কে। এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমানে উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে নানা বিষয়ে গোষ্ঠী কোন্দল ছিল। রবিবার রাতে বিজনবাবু তার এক সমর্থক এর বাড়িতে ছিলেন সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ বেশ কয়েকজন এর সাথে বচসা হয়।আচমকা এক দুষ্কৃতি তাকে খুব কাছ থেকে গুলি করে তার কানে ও বুকের কাছে গুলি লাগে।
বারাসাত হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় অশোকনগর থানায় পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই জমি ব্যবসায়ীর নাম গৌতম দাস। অন্যদিকে গুমা এক পঞ্চায়েতের উপপ্রধানের মৃত্যুর খবর শুনে রাতেই হাসপাতালে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ কাকলী ঘোষ দস্তিদার। সাংসদ বলেন মর্মান্তিক ঘটনা। বিজনের মৃত্যুতে দলের ক্ষতি হলো। পুলিশ তদন্ত করছে।