এই মুহূর্তে কলকাতা

গঙ্গা ভাঙন সমাধানে মুখ্যমন্ত্রী নির্দেশের জেরে তৎপর রাজ্য।

কলকাতা, ২৯ মে:- মালদা-মুর্শিদাবাদে গঙ্গার ভাঙ্গন সমস্যার সমাধান খুঁজতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জেরে তৎপর রাজ্য সরকার। ভাঙ্গনের কবল থেকে দুই জেলার বাসিন্দাদের বাঁচানোর পথের সন্ধানে রাজ্য এবং ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ যৌথ সমীক্ষা চালাবে। নদীর নাব্যতার কারণে মালদার উল্টোদিকে ভাগীরথীর বুকে পড়া চর গুলোর অবস্থা খতিয়ে দেখা হবে। যাতে সেগুলোর ব্যবস্থাপনা নিয়ে ঝাড়খন্ড সরকারের সঙ্গে আলোচনা করা যায়। একই রকম ভাবে মুর্শিদাবাদের জলঙ্গিতে নদীতে চরা পড়ে যাওয়ার বিয়ায়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চায় রাজ্য সরকার। সোমবার নবান্নে গঙ্গার ভাঙন সমস্যা নিয়ে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে রাজ্যের তরফে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা এবং সেচ সচিব প্রভাত মিশ্র উপস্থিত ছিলেন। মালদা, মুর্শিদাবাদের জেলাশাকেরাও বৈঠকে অংশ নেন। অন্যদিকে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের তরফে তাদের জেনারেল ম্যানেজার এবং সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সহ পদস্থ কর্তারা। সেখানে গঙ্গার ভাঙন পরিস্থিতির ফলে দুই জেলার বিপুল সংখ্যক মানুষের চরম দুর্দশার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রনাধীন এলাকার পরিমাণ কমিয়ে দেওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈঠকে বলা হয়েছে ফরাক্কা ব্যারেজ জাতীয় সম্পদ। এর গুরুত্ব আন্তর্জাতিক স্তরে। যেভাবে কেন্দ্রীয় সরকার ক্রমশ এই ব্যারেজের গুরুত্ব কমাচ্ছে তাতে উদ্বিগ্ন রাজ্য। ২০১৭ সালে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের এখতিয়ার ১২০ কিলোমিটার থেকে কমিয়ে মাত্র ১৯.৪ কিলোমিটার করে দিয়েছে। এর প্রতিবাদ জানানো হয়েছে রাজ্যের তরফে।