এই মুহূর্তে জেলা

হুগলিতে তৃনমূল কর্মিসভা করে লোকসভা ভোটের প্রচার শুরু করল তৃনমূল।

হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- হুগলিতে তৃনমূল কর্মিসভা করে লোকসভা ভোটের প্রচার শুরু করল তৃনমূল।শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লকেট চট্টোপাধ্যায় হারবে। গত পাঁচ বছরে কোনো কাজ করেনি। একশ দিনের টাকা আটকে রাখার জন্য সবচেয়ে বেশি সওয়াল করেছে লকেট। একশ দিনের টাকা চুরি হয়েছে অভিযোগ করে কিন্তু প্রমান করতে পারেনি। এনআরসি হবে না। মানুষকে ভয় দেখাচ্ছে। মোদী একনায়কতন্ত্র চালাচ্ছে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সন্দেশখালিতে অভিযোগ থাকতে পারে শুভেন্দু সুকান্ত এন্ড কোম্পানী পশ্চিমবাংলায় ব্যর্থ। একটা কোন ইসুকে ধরে এখন আঁকড়ে পড়ে থাকতে চাইছে। নিজেদের যোগ্যতা জায়গা প্রমাণ করতে চাইছে। এখানেও মানুষের রায় ওদের বিরুদ্ধে যাবে।

মোদী আসছেন আসতেই পারেন উনি ভালো অভিনেতা। কোনো কাজই করতে পারেনি। বিদেশ থেকে টাকা ফেরাতে পারেননি, দু কোটি বেকারের কাজ দিতে পারেননি। উনি জানেন ওনার লকেট হারবেন। লকেট চট্টোপাধ্যায় বলেন, উনি নিজেই জিতবেন কি ঠিক নেই। আগে টিকিট পাক তারপর বলবেন। যে ভাবে উপ রাষ্ট্রপতিকে ব্যাঙ্গ করেন। একশ দিনের টাকা মেলা খেলায় খরচ হয়েছে। নেতাদের পকেটে ছিল। এখন ভোট আসছে তাই দিচ্ছে। কেন্দ্রের টাকা নিজের নাম দিয়ে চালাচ্ছে। সারা দেশ জুরে বিকাশ চলছে ওনার বয়স হয়েছে তাই হয়ত দেখতে পাচ্ছেন না। সাংসদ কোটার টাকা খরচ করতে বাধা দিয়েছে তাও প্রচুর প্রকল্প হয়েছে। আর ওরা কি করেছে বিভিন্ন জায়গায় সন্দেশখালি করেছে।