কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- একশ দিনের কাজের বকেয়া মজুরি দেওয়ার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে ৮ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন। মুখ্যমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। মোট ২৪ লক্ষ ৫০ হাজার লাখ মানুষ এই টাকা পাবেন। অন্যদিকে ভুয়ো জবকার্ডধারীর কাছে যাতে কোনওভাবে সরকারি টাকা না পৌঁছয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। তাই আধার সংযোগ না থাকা জবকার্ডধারীদের অস্তিত্ব যাচাই করতে ফিল্ড ভিজিট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এক নির্দেশিকায় বলা হয়েছে, পূর্ণাঙ্গ চূড়ান্ত তালিকা তৈরির আগে উপভোক্তাদের সমস্ত নথিপত্র ঠিকঠাক আছে কি না, তা দেখতে একাধিকবার যাচাই করতে হবে। প্রকৃত প্রাপকরাই যাতে প্রাপ্য পারিশ্রমিক পান, তা সুনিশ্চিত করাই লক্ষ্য রাজ্য সরকারের। সোমবার প্রথম দফার সমীক্ষার কাজ শেষ হয়েছে। তারপর বঞ্চিতদের তালিকায় আধার সংযোগ না থাকা এমন জবকার্ডধারীদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, জব কার্ডের সঙ্গে আধার সংযোগ থাকা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। তবেই সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে মজুরির টাকা ঢুকবে। শর্ত হল পোর্টালে জবকার্ডধারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার সংযোগ থাকতে হবে। কারণ একজন জবকার্ডধারীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অস্বাভাবিক নয়। মূলত ‘ভুয়ো’ জবকার্ডধারীর অ্যাকাউন্টে টাকা যাতে না ঢোকে, তারজন্যই এই আধার সংযোগ করার ব্যবস্থা চালু করা হয়েছিল। যদিও এব্যাপারে জবকার্ড-আধার সংযোগে জাতীয় গড়কেও ছাপিয়ে গিয়েছে বাংলা। সারা দেশে যেখানে এই গড় প্রায় ৭০ শতাংশ, বাংলায় তা প্রায় ৮৭ শতাংশ। বিগত কয়েকদিন ধরে বঞ্চিত জবকার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি না, তা খতিয়ে দেখতে সার্ভে করছিল প্রশাসন। এবার একাশো দিনের বকেয়া টাকা প্রাপকদের তালিকায় যাঁদের আধার সংযোগ করা নেই, তাঁদের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যদিও সেই সংখ্যাটা অনেকটাই কম বলে দাবি করছে প্রশাসন।