সুদীপ দাস, ২৭ সেপ্টেম্বর:- সেই কবে ডাচেরা চুঁচুড়ায় এসে তৈল চিত্র তৈরী করেছিলেন। পশ্চিমী শিল্প কলার নৈপুণ্যতার ছোঁয়া তখনই প্রথম পেয়েছিল ভারতবর্ষ। ইতিহাসের পাতায় থাকলেও বর্তমান প্রজন্ম তার কতটাই বা জানে? হুগলী জেলা বরাবরই শিল্প সমৃদ্ধে ভরা। ভরা শিল্পী সমৃদ্ধেও! জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন বহু ইতিহাসের সাক্ষী। জেলার প্রান কেন্দ্র চুঁচুড়া […]