হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বেলুড় মঠ সফরে এলেন। মঙ্গলবার সকালে তিনি মঠে আসেন। মঠের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। মূল মন্দির সহ অন্যান্য মন্দির দর্শন করেন তিনি। ব্যাটারিচালিত গাড়িতে মঠ ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শাহজাহানকে বাঁচানোর প্রয়াস কোনওমতেই সফল হবেনা। বললেন শিবরাজ সিং চৌহান। বাংলায় দিদি, দিল্লিতে মোদী। দিদি-মোদী সেটিং তত্ত্ব নিয়ে বাম-কংগ্রেসের অভিযোগ নসাৎ করে শিবরাজ সিং চৌহান বলেন, এই অভিযোগ মিথ্যে। এর কোনও ভিত্তি নেই।