এই মুহূর্তে কলকাতা

সন্দেশখালিকে সামনে রেখে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ সকাল থেকেই উত্তপ্ত। সন্দেশখালি নিয়ে আজকেও সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই তুমুল উত্তেজনা ছড়ায় রাজ্য বিধানসভায়। আজ সন্দেশখালির সঙ্গে আছি লেখা টি-শার্ট পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। যাতে মৌখিক আপত্তি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এরপর বিরোধী দলনেতা প্রশাসনের বিরুদ্ধে ব্যার্থতার অভিযোগ তুলে সরব হন। মুলতুবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানানো হয়। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়। বিজেপির বিক্ষোভ চলাকালীন অধিবেশন কক্ষে মুখ দিয়ে হুইসেল বাজানো হয় বলে অভিযোগ। সবশেষে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।