কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধির সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রচারে নামছে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের মহিলা ব্রিগেড শনিবার রাজ্যব্যাপী এই সিদ্ধান্ত উদযাপন করবে বলে জানানো হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় বঞ্চনার পরও মহিলাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হবে। প্রতি জায়গায় গড়ে প্রায় ৫০০০ জন মহিলা কর্মী নিয়ে ব্লক-ভিত্তিক মিটিং অনুষ্ঠিত হবে। কলকাতার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত বিকেল ৩টে থেকে একটি পদযাত্রা বার করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে তৃণমূলের মহিলা কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে প্রচারের উদ্দেশ্যে রাজ্যের মহিলাদের বাড়ি বাড়ি যাবেন বলে তিনি জানান।