কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে খাবারের গুণগত মানোন্নয়নের জন্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ নিজের জেলবন্দী থাকার অভিজ্ঞতার কথা স্মরণ করে ভাঙরের আইএসএফ বিধায়ক অভিযোগ করেন, সংশোধনাগারে খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ। তিনি বলেন, সরকারি আদেশে বন্দীদের জন্য ৭৫ গ্রাম করে মাছ দেওয়ার কথা। কিন্তু বাস্তবে তা মানা হয় না। নওশাদের আরও অভিযোগ, শীতকালে বিকাল চারটেয় রাতের খাবার দিয়ে দেওয়া হয়। বন্দীদের ঠান্ডা খাবার পরিবেশন করা হয়। কোনো রকম সরকারি নির্দেশ মানা হয় না। নওশাদের অভিযোগের উত্তরে কারামন্ত্রী অখিল গিরি অধিবেশন কক্ষে জানান, সরকারি নির্দেশেই রয়েছে জেলবন্দীদের কি খাবার, কতটা দিতে হবে।
সেই নির্দেশ অনুযায়ী প্রতিদিন ২৫০ গ্রাম চালের ভাত, ১০০ গ্রাম ডাল, ৩০০ গ্রাম সবজি তার সঙ্গে ১০০ গ্রাম আলু থাকতে হবে। এছাড়া সপ্তাহে একদিন করে ৭৫ গ্রাম মাছ, ৭৫ গ্রাম মাংস, ২৫ গ্রাম সয়াবিন, ডিম দেওয়া হয়। নওশাদের অভিযোগ নস্যাৎ করে কারামন্ত্রী জানান, বিকাল চারটার সময় চা ও দুটো করে বিস্কুট দেওয়া হয়। তাছাড়া টিফিনে মুড়ি, বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। যারা নিরামিষভোজী তাদের জন্য ২৫০ এমএল দুধ ও দেওয়া হয় বলে দাবি কারামন্ত্রীর। যদিও নওশাদ সিদ্দিকী পাল্টা অভিযোগ করেন, খাতায় কলমে সরকারি নির্দেশিকা অনেক কিছু থাকলেও বাস্তবে তা মানা হয় না। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি একথা জানেন।