হাওড়া, ২৭ জানুয়ারি:- গত ২৪ তারিখ রাতে হাওড়া ময়দানের কাছে ফাঁসিতলা মোড়ে অশান্তির ঘটনায় ১৭নং ওয়ার্ডে তাঁদের অনেক কার্যকর্তা আহত হন বলে বিজেপি নেতৃত্বের দাবি। ঘটনার পর সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার দুপুরে ঘটনাস্থলে আসেন দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।এদিন আহত বিজেপি কর্মীদের দেখতে এসে পুলিশি বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। হাওড়া পুরসভার সামনে পর পর দুটি ব্যারিকেড করে তাঁকে আটকে দেয় পুলিশ। পুলিশ এলাকায় ঢুকতে না দেওয়ায় আহত বিজেপি কর্মীদের নিয়ে আসা হয় হাওড়া পুরসভার গেটের সামনেই।
যেখানে তাঁকে আটকানো হয় সেখানে ১৪৪ ধারা জারি না থাকায় কেন আটকানো হলো সেই প্রশ্ন তোলেন সুকান্তবাবু। এদিন বার বার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার ও বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদারের দাবি যেখানে পুলিশ নিজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় সেখানেই ১৪৪ ধারা জারি করে। এই ঘটনাতেও সেটা প্রমাণিত হয়েছে। সুকান্ত মজুমদার বলেন, ‘যেখানে ১৪৪ ধারা জারি নেই সেখানেও পুলিশ ব্যারিকেড করে তাঁকে যেতে বাধা দিচ্ছে। অরূপ বাবুকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। সেন্ট্রাল হাওড়াকে আমরা পাকিস্তান বানাতে দেবনা।’