এই মুহূর্তে জেলা

৭৫তম প্রজাতন্ত্র দিবসে বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন সাংসদের।

তরুণ মুখোপাধ্যায় , ২৬ জানুয়ারি:- হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ(ভাইদার) উদ্যোগে ৭৫তম ভারতের প্রজাতন্ত্র দিবস টি শুক্রবার সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হলো, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন চাপদানী বিধানসভার বিধায়ক ও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন সহ হুগলি জেলার প্রথম সারির তৃণমূল নেতৃত্ব।

অনুষ্ঠানে দু হাজার ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতা অংশ নেন এবং এর সঙ্গে সঙ্গে এলাকার মহিলাদেরও সম্বর্ধিত করা হয়। এ ব্যাপারে বলতে গিয়ে অনুষ্ঠানে মূল উদ্যোক্তা সুবীর ঘোষ জানান আজকের দিনটি আমাদের কাছে অতি পবিত্র, সেই উপলক্ষে প্রতিবছরের মতন এ বছরও আমরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস টি পালন করলাম, অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল দু হাজার স্কুলের ছাত্র-ছাত্রীরা অংকন প্রতিযোগিতায় অংশ নেয়।

যেটা হুগলি বৃহৎ অঙ্কন প্রতিযোগিতা, এছাড়াও আজকের দিনে আমরা সমাজ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা যারা নিয়ে থাকেন সেই মহিলা দের সংবর্ধিত করলাম। এদিনের অনুষ্ঠানকে ঘিরে বৈদ্যবাটি পুর এলাকায় ব্যাপক মানুষের মধ্যে সাড়া পড়ে।